যেভাবে গ্রেফতার হলো সিএনজি চালক হত্যার প্রধান আসামী 

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে অটোসিএনজি চালক মিজানুর রহমান সুজন খুনের মামলার প্রধান আসামি কাশেম জমিদারকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘহাসলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এস আই) দেওয়ান মো: আলমগীর হোসেন  জানান, একাধিক সোর্সের দেওয়া তথ্যমতে পুলিশ খবর পায় আসামি কাশেম জমিদার তার মেয়ের বাড়ি সলিমপুরের বড়ইচরা থেকে মুলাডুলির বাঘহাছলায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছেন। খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই বাড়ির আশপাশে অবস্থান নেয়। রাত সাড়ে ১২টার দিকে আত্মীয় বাড়িতে প্রবেশের সময় পুলিশ কাশেম জমিদারকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাশেম গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন।
ওসি সেখ মো: নাসীর উদ্দীন জানান, মিজানুর রহমান সুজন হত্যা মামলায় কাশেম জমিদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। উল্লেখ্য, যাত্রী উঠানো নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় গোল চত্বরে সিএনজি চালক  মিজানুর রহমান সুজনের সাথে ইজিবাইক চালক কাশেম জমিদারের কথা কাটাকাটি ও পরে দুজনের মারামারি বাঁধে। একপর্যায়ে কাশেম জমিদার লোহার রড় ও তালা দিয়ে মাথায় আঘাত করলে মিজানুর রহমান সুজন (৩৭) গুরুতর আহত হয়। দ্রুত তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় পর ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত সুজন মুলাডুলি ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
ঈশ্বরদীঈশ্বরদী আপডেট নিউজঈশ্বরদী আপডেট সংবাাদঈশ্বরদীতে সিএনজি চালক হত্যা
Comments (0)
Add Comment