পাবনায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পাবনায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল ) বেলা বারোটায় পাবনা জেলা প্রসাশন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব চেক বিতরণ করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে ও পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল ইসলামের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।

চেক বিতরণ অনুষ্ঠানের এই দিনে শুধু পাবনা সদর উপজেলার ৬৫ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৩২ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এছাড়া পরবর্তীতে জেলায় ২৬৫ জন রোগীদেরকে পর্যায়ক্রমে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৩২ লক্ষ টাকার চেক প্রদান করা হবে। ডেস্ক রিপোর্ট প্রথম পাবনা।

পাবনায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ
Comments (0)
Add Comment