বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি.কিউ পরিক্ষায় উত্তীর্ণদের তালিকাভুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: পাবনায় বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি.কিউ পরিক্ষায় উত্তীর্ণদের অনতিবিলম্বের অ্যাড্ভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সাড়ে ১১ টার সময় পাবনা হামিদ রোড প্রেসকাবের সামনে ঘন্টা ব্যাপি বিক্ষোভ ও মানববন্ধনে রেজাউল করিম রানা’র সভাপতিত্বে ও ফাহাদ বিন সজিবের পরিচালনায় বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, রাশেদ মৃধা, শাকিল হোসেন, জিয়াউল হক বাবু, আতাউর রহমান, কাইরুল নাহার কথা, শামছুল জামান কথা, আশরাফুল হক, আশারাফুল ইসলাম,হাফিজুর রহমান, আতাউর রহমান প্রমুখ।

এসময বক্তব্যে বলেন ২০১৭-২০২০ সালে সারা বাংলাদেশ থেকে যারা এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ েেহয়ছে এই করোনা কালীন মহামারি’র সময় মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বাংলাদেশ বার কাউন্সিল ও আইন মন্ত্রণালয় মাধ্যমে একটি গেজেট প্রকাশ করে আইন পেশার সনদের দাবি জানান বক্তরা।

আপডেট নিউজ পাবনাপাবনাবাংলাদেশ বার কাউন্সিল
Comments (0)
Add Comment