গাংনী প্রেসক্লাবে নবাগতকে ওসিকে শুভেচ্ছা ও বিদায়ীকে সংবর্ধনা

তৌহিদ উদ দৌলা রেজ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী প্রেসক্লাবে গাংনী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সাথে বিদায়ী গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি ওবাইদুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। নবাগত ওসি বজলুর রহমান গতকাল শুক্রবার সকালে গাংনী থানায় যোগদান করেন। এদিন সন্ধ্যায় তিনি গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাংনী থানার (ওসি) তদন্ত সাজেদুল ইসলাম। গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাই টিভি ও দৈনিক বণিকবার্তা মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুব আলম। আরটিভি ও খোলা কাগজের জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিজয় টিভির ও সময়ের আলোর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, মানবজমিন ও বাংলা টিভির জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান, গাংনী প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আজকের আলোর প্রতিনিধি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম তপন, দৈনিক লাখোকন্ঠ ও সারা বাংলা ডট কম জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল, মেহেরপুর নিউজের গাংনী প্রতিনিধি তোফায়েল হোসেন, নিউজ বাংলা ডট কমের জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি আব্দুল আলীম।
জানা গেছে, নতুন ওসি বজলুর রহমান বরগুনা জেলার আমতৈল উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯০ সালে প্রথমে সাব-ইন্সেপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বিভিন্ন থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। ঝিনাইদহের শৈলকুপা থানা থেকে বদলি হয়ে গাংনীতে যোগদান করেন। অপরদিকে ওবাইদুর রহমানকে মেহেরপুর লাইন ওয়ার হিসেবে বদলি করা হয়েছে।
গাংনী থানায় দায়িত্ব পালনে সাংবাদিকসহ সবার কাছে সহযোগিতা কামনা করে যোগদানকৃত ওসি বজলুর রহমান বলেন, মাদক, চুরি-ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, শিশু-নির্যাতন ও সামাজিক ব্যাধি নিমূলে কাজ করবে। পাশাপাশি এলাকার আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি ও সাধারণ মানুষের কাছে পুলিশের সচ্ছতার বিষয়টি গুর্রুত্ব সহকারে তুলে ধরবেন।

গাংনী প্রেসক্লাবে নবাগতকে ওসিকে শুভেচ্ছা ও বিদায়ীকে সংবর্ধনা
Comments (0)
Add Comment