কুড়িগ্রামের রৌমারীতে নৌকা প্রার্থী-২ ও স্বতন্ত্র-১ ইউপি চেয়ারম্যান নিবাচিত

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩টি ইউনিয়নে পরিষদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ২৮টি ভোট কেন্দ্রে সকাল ৯ টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। এ নির্বাচনে ৩নং বন্দবেড় ইউনিয়নের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সরকার আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে ১২ হাজার ৫১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীক নিয়ে ৫ হাজার ৪১৯ ভোট পেয়ে পরাজিত হয়। অপর দিকে ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নে এসএসএম রেজাউল করিম মাষ্টার আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে ৩ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আমির হোসেন স্বতন্ত্র প্রার্থী (টেবিল ফ্যান) প্রতীক নিয়ে ৩ হাজার ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ৬ নং চরশৌলমারী ইউনিয়নের সাইদুর রহমান দুলাল স্বতন্ত্র প্রার্থী (ঢোল) প্রতীক নিয়ে ৫ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি কেএম ফজলুল হক মন্ডল আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে ৪ হাজার ২২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

কুড়িগ্রামচরশৌলমারী ইউনিয়নদাঁতভাঙ্গা ইউনিয়নবন্দবেড় ইউনিয়নরৌমারী উপজেলা
Comments (0)
Add Comment