মেহেরপুরে পৃথক দূর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

মেহেরপুর প্রতিনিধি : মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় গৃহবধু জেসমিন আক্তার (২৫) ও তার শিশু পুত্র ইমাম হোসেন (৪) নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের কৃষক শিপন হোসেনের স্ত্রী। অপরদিকে দুপুরে সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক চাপায় সজনী খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়। নিহত গৃহবধু জেসমিনের পারিবারিক সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার ভরাট গ্রামে পিতার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শিশু পুত্র ইমামকে সাথে নিয়ে তার ভাই মাসুদ হোসেনের মোটর সাইকেলযোগে স্বামীর বাড়িতে ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দী নামক স্থানে পৌঁছুলে একটি ইজিবাইকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কের উপরে ছিটকে পড়েন জেসমিন ও তার শিশু পুত্র ইমাম হোসেন। এসময় মেহেরপুরগামী বালু ভর্তি একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অপরদিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের মাঝের পাড়ায় অটোরিকশার ধাক্কায় সজনী খাতুন(৪) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাজনপুর থেকে বলিয়ারপুর গ্রামের যাচ্ছিলো এ সময় বাড়ির পাশ থেকে রাস্তা পারাপারের সময় অটোরিকশা তাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়। সজনি পড়ে যাওয়ার অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অটোচালককে অটক করে বলিয়ারপুর পুলিশ ফাঁড়িতে দেয়।
মেহেরপুরে পৃথক দূর্ঘটনা
Comments (0)
Add Comment