নকলায় গরুর হাটে গরু আমদানী বেশি হলেও ক্রেতা কম

ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) প্রতিনিধি: নকলা পৌর শহরের গরুহাটিতে ঐতিহাসিক ভাবে হাটে গরু আমদানী হয়েছে কিন্তু ক্রেতা কম । এখানে ৩ কিলোমিটার দূরে গরুর হাট বসেছে । নানা রকম নাম দিয়ে গরুর মালিকরা বিক্রির জন্য নিয়ে আসলেও ক্রেতা নেই । বাজারে ৩২ মন ওজনের বাহাদুর উঠেছে যার মালিক বদরুল আলম বরুন চৌধুরী তার গরুটি নাম দিয়েছেন বাহাদুর দাম হচ্ছে ৫লাখ ৪২ হাজার তিনি বলেন ৭ লাখ টাকার কম বিক্রি করলে তার লোকসান যায় ২য় গরুটি এনেছেন ঝিনাইগাতির আলম গরুর নাম যুবরাজ ওজন ২৭ মন দাম হচ্ছে ৪লাখ টাকা ,৩য় গরু লালু শ্রীবধীর মোফাজল ওজন ৩২ মন দাম করছে ৪লাখ । এছাড়া ও হাজার হাজার পশু উঠেছে বাজারে । সরকারী ভাবে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান স্বাস্থ্যবিধি মেনে বাজারে পশু বিক্রির জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছেন ।

গরুনকলায় গরুর হাটে গরু আমদানী বেশি হলেও ক্রেতা কম
Comments (0)
Add Comment