পাবনায় হাদল বঙ্গবন্ধু সৈকতে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

পাবনা প্রতিনিধি : গ্রামবাংলার প্রাচীন খেলাগুলোর মধ্যে নৌকাবাইচ অন্যতম। ঐতিহ্যবাহী এ রোমাঞ্চকর প্রতিযোগিতার সাথে কমবেশি সবাই পরিচিত। প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে এর সাথে পরিচয় করিয়ে যুগ যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় বর্ণিল এ প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় পাবনার ফরিদপুর উপজেলার হাদল বঙ্গবন্ধু সৈকতে শুরু হয়েছে মাসব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে হাদল ইউনিয়ন পরিষদ আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাপ হোসেন, পৌর মেয়র খন্দকার মাজেদ, ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কেএম মামুনুর রশিদ রুমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সামিউল তুষার সহ হাজার হাজার দর্শক। মাসব্যাপী এ প্রতিযোগিতায় পাবনা ও তার আশেপাশের কয়েকটি জেলা থেকে প্রায় ৩২টি প্রতিযোগী দল অংশ নিচ্ছে বলে জানান আয়োজকরা। তবে নির্মল আনন্দের পাশাপাশি এলাকার অনেকরেই বাড়তি আয়ের সুযোগ হয়েছে এ আসরকে কেন্দ্র করে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এ আয়োজনের জন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছেন আয়োজকবৃন্দরা।

আপডেট নিউজ পাবনানৌকা বাইচপাবনাপাবনা আপডেট নিউজপাবনা হাদল বঙ্গবন্ধু সৈকতপাবনায় নৌকা বাইচহাদল বঙ্গবন্ধু সৈকতে নৌকা বাইচ
Comments (0)
Add Comment