আটঘরিয়ার মাজপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই শ্লোগানকে সামনে রেখে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠ, খিদিরপুরে মাজপাড়া ইউনিয়ন তাতী লীগের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার(৯ই জানুয়ারি’২১)বিকাল ৩ টায় এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে স্থানীয় ১২টি দল অংশ গ্রহন করে। পরে নাটোর সংকর ক্লাব বনাম মিরকিমারি দিশারী  সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১-০ গোলে মিরকিমারি দিশারী  সংঘকে পরাজিত করে নাটোর সংকর ক্লাব বিজয়ী হয়।
মাজপাড়া ইউনিয়ন তাতীলীগের সভাপতি মোঃ আখতারুজ্জামানের  সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ রুবেল শেখের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মিয়া, উদ্বোধক হিসাবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাতীলীগের সহ সভাপতি মাজপাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার গোলাম মোস্তফা তারা।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের সম্মানিত সদস্য মোছাঃ রাশেদা খাতুন,আটঘরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃজাহাঙ্গীর আলম,অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইন্তাজ আলী খান,আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শহিদ আব্দুল খালেক শিশু একাডেমির চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন শেখ,স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস,পাবনা ৪ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস এম পি মহোদয়ের সুযোগ্য পুত্র যুবলীগ নেতা মোঃ দোলন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাব উদ্দৌলা, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্ট পরিচালনা করেন মিনু। এ সময় খেলায় অংশ গ্রহনকারী সকল খেলোয়ারের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
আটঘরিয়াবঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
Comments (0)
Add Comment