বশেমুরবিপ্রবিতে অরিত্রী ফাউন্ডেশন কর্তৃক সচেতনমূলক বর্ণাঢ্য অনুষ্ঠান

0

শায়ন মণ্ডল, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: “প্লাস্টিক মুক্ত ধরিত্রী, গড়বো আমরা অরিত্রী” স্লোগানে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) তে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে অরিত্রী ফাউন্ডেশন।

আজ ১লা এপ্রিল শুক্রবার দিনব্যাপী নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়ে পরবর্তীতে বৃক্ষ রোপণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন বিতরন, রিসার্চ পেপার প্রেজেন্টেশন, প্লাস্টিক দূষণ প্রতিরোধী নাটক এবং বিশ্ববিদ্যালয়ের মিউজিশিয়ানদের সহযোগিতায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে অরিত্র ফাউন্ডেশনের বশেমুরবিপ্রবির স্বেচ্ছাসেবকেরা।

দুপুর ৩ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭.৩০ এ শেষ হওয়া অনুষ্ঠানে প্লাস্টিক এর পরিবর্তে কি কি ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, অরিত্রী ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেটি বাংলাদেশ থেকে প্লাস্টিক দূষন কমানোর জন্য কাজ করে যাচ্ছে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.