বশেমুরবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার

0

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শায়ন মন্ডল : র‍্যাগিংয়ের অভিযোগে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার শিক্ষার্থীকে সাময়িক (১ সেমিস্টার) বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় অন্য এক শিক্ষার্থীকে অর্থদণ্ড করা হয়েছে।

এর আগে, ‘বশেমুরবিপ্রবিতে মাদকাসক্ত অবস্থায় র‌্যাগিংয়ের অভিযোগ’ শীর্ষক শিরোনামে ‘সংবাদ প্রকাশে’ প্রতিবেদন প্রকাশ করা হয়।

আইন বিভাগের সভাপতি মানসুরা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ই এপ্রিল আইন বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এ.এইচ.এম জান্নাতুল ফেরদৌস (রাফি) বিভাগ বরাবর অভিযোগ দায়ের ও আইন বিভাগ তৃতীয় বর্ষের পক্ষ থেকে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। পরে সকল তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমানাদি পর্যবেক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের আচরণ ও শৃঙ্খলা বিধি ১-৪ পরিপন্থি কাজে সস্পৃক্ততা পাওয়ায় ৪ শিক্ষার্থীকে ১ সেমিস্টারের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো। এ ছাড়াও আরেক শিক্ষার্থীকে বিভাগীয় তিরস্কারসহ ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হলো।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মুনতাসিম চৌধুরী, শেখ ইশতিয়াক হোসেন, হাসিবুল হাসান ও এ.এইচ.এম জান্নাতুল ফেরদৌস(রাফি)। এছাড়া, অর্থদণ্ডে দণ্ডিত শিক্ষার্থী হলো- মো. মাহমুদুল হাসান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.