ইবিতে পৌষ্য ও থোক বরাদ্দে কর্মরত কর্মচারীদের মানববন্ধন

0

আবির হোসেন, ইবি প্রতিনিধি: চাকরি স্থায়ীকরনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পৌষ্য ও থোক বরাদ্দে কর্মরত কর্মচারীরা। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ মানববন্ধন করে।

মানববন্ধনে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কম্পিউটার অপারেপর ইমতিয়াজ আহমাদ অন্তু বলেন, ‘আমাদের মধ্যে কেউ ৩ বছর, কেউ ৫ বছর থেকে শুরু করে অনেকে ১০/১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে সেবা প্রদান করে আসছে৷ কিন্তু এখনো পর্যন্ত আমাদের জন্য কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সবাই নিয়মের কথা বলে কিন্তু আমাদের বিষয়টা সামনে এলেই তারা নিয়মনীতির কথা ভুলে যায়। প্রত্যকটা স্যারের কাছে আমরা গিয়েছি, ভিসি স্যার সহ সবার কাছে গিয়েছি। সবাই শুধুমাত্র আশ্বাস প্রদান করে আসছে।

এসময় বক্তারা আরো বলেন, ‘এইভাবে দীর্ঘদিন থাকতে থাকতে আমাদের চাকরির বয়স শেষের দিকে, অনেকের তো শেষই হয়ে গেছে। এজন্য, আমাদের যৌক্তিক দাবি আদায়ে আমাদের আন্দোলন ছাড়া আর কোনো উপায় নাই। বর্তমান প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ জানায়, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আমাদের চাকরি স্থায়ীকরনের বিষয়ে একটি কার্যকরী ব্যবস্থা নিবেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘চাকরী স্থায়ী করতে হলে প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। মানববন্ধন করে তো চাকরী সম্ভব না। আমি চেষ্টা করছি।’

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.