পাবিপ্রবিতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ নিয়ে কর্মশালা

0

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ‘বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২০২২-২০২৩ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শুদ্ধাচার কৌশল কমিটির আহবায়ক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক রবিউল ইসলাম এবং সহকারী পরিচাল মো. মামুন।

বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিএসি)’র তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয়ের শুদ্ধাচার কৌশল কমিটির আয়োজনে ভার্চুয়াল কনফারেন্স কক্ষে দুপুর দুইটায় কর্মশালা শুরু হয়ে বিকাল পাঁচটায় শেষ হয়। বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল কমিটির ছয়টি উপকমিটি গঠিত হয়েছে। ছয়টি উপকমিটির ৩৮ জন সদস্য প্রশিক্ষণে অংশ্রহণ করেন।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.