ইবিতে লরেন্সের উপন্যাসে যৌনতার প্রাধান্য বিষয়ক সেমিনার
আজাহার ইসলাম,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডেভিড হারবার্ট রিচার্ডস লরেন্সের নির্বাচিত উপন্যাসে যৌনতার প্রাধান্য’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের সভাকক্ষে ইংরেজি বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মাৎ সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিভাগের প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ। সেমিনারে বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমানের তত্ত্বাবধানে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রকাশ চন্দ্র বিশ্বাস। তিনি ডি.এইচ. লরেন্সের উপন্যাসে বিকৃত যৌনাচার বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।
সেমিনারে বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লিটন বরণ শিকদারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বাংলা বিভাগের প্রফেসর ড.এস কে রেজাউল করিম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. অরবিন্দ সাহা, ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাজ্জাদ হোসেন জাহিদ, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের লেকচারার মেহেদী হাসানসহ বিভিন্ন স্তরের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।