ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের নতুন সভাপতি ড. রাকিবা

0

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. রাকিবা ইয়াসমিন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রাকিবা ইয়াসমিনকে ডেভেলমমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতির দায়িত্ব দিয়েছেন ভিসি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তিনি।

উল্লেখ্য, এর আগে উন্নয়ন অধ্যয়ন বিভাগে সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. নাসিম বানু সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.