ইবির দাওয়াহ বিভাগের নতুন সভাপতি ড. অলী উল্যাহ
অনুষ্ঠানে বিভাগের প্রফেসর ড. রহিম উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোস্তফা কামাল।
এসময় অন্যান্যদের মাঝে পরিবহন প্রশাসক ড. আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, থিওলজি অনুষদের সাবেক ডিন ও আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন, একই বিভাগের সভাপতি প্রফেসর ড. ইয়াকুব আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাওয়াহ বিভাগের প্রফেসর ড. কামরুজ্জামান।
এছাড়া আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, একই বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ইকবাল হোসেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি প্রফেসর ড. অলী উল্যাহ বলেন, ‘আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছে কর্তৃপক্ষ। আমার কাছে এ দায়িত্ব ভারি মনে হয়। আমার যায়গা থেকে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। একটি গাড়ির যেমন চারটি চাকা থাকে তেমনি আমার সহকর্মীরা, কর্মকর্তারা, কর্মচারীরা আমার চাকার মত। সবাই সক্রিয় থাকলে আমার এ দায়িত্ব পূর্ণতা পাবে বলে মনে করি।’
উল্লেখ্য, গত ৭ মার্চ দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য সাবেক সভাপতি প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের মেয়াদ শেষ হয়। বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ প্রফেসর ড. অলী উল্যাহকে বিভাগে সভাপতির দায়িত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।