পাবনার মেয়ে বাংলা ছায়াছবি’র মহানায়িকা সুচিত্রা সেনের ৯০ তম জন্মদিন পালন

0

পাবনা প্রতিনিধি : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের ৯০তম জন্মদিন উপলক্ষে প্রতি শ্রদ্ধা আর ভালবাসা জানিয়ে তাঁর জন্মভিটা স্থাপিত মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মঙ্গলবার সকালে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষন পরিষদের উগ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু ও যুগ্ম সম্পাদক কামাল আহমেদ সিদ্দিকী এই শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য চন্দ্রন কুমার দত্ত, শেখ সাব্বির আহমেদসহ একাধিক সদস্য।

উল্লেখ্য, সুচিত্রা সেনেই প্রথম অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। রূপালী পর্দায় উত্তম-সুচিত্রা সেন জুটি আজও তুমুল দর্শক প্রিয়। জন্ম সুত্রে তিনি বাংলাদেশী নারী অভিনেত্রী। ১৯৩১ সালের ৬ এপ্রিল তিনি পাবনা শহরের হেম সাগর লেনের বাড়ীতে জন্ম গ্রহন করেন। তাঁর বসতভিটা স্বাধীনতা বিরোধী গোষ্টি অবৈধ ভাবে দখল করে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষন পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে এবং আইনী জটিলতা কাটিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে বাড়ীটি অবমুক্ত করেছে। বর্তমানে সেটা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হিসেবে দর্শকদের জন্য দর্শনীয় স্থানে পরিনত হয়েছে।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.