নতুন বছরে আসছে বিজয় সরকারের নতুন গান

0

জাহিদ হাসান নিশান : গায়কী কিংবা গীতিকাব্যের বিষয় ও বোধ বিনির্মাণে বিজয় সরকার অনন্য মাত্রার উন্নত একজন সুরকার,কন্ঠশিল্পী ও কবিয়াল । তিনি গীতিকথায়,সুরে ও গায়কীতে দান করেছেন শ্রোতাদের হৃদয়স্পর্শী পরম ব্যঞ্জনা। তাঁর এই ব্যঞ্জনা সৃষ্টি শুরু হয়েছে সংগীতের প্রথম ভাগেই। তিনি থেকে যাচ্ছেন অনবরত সেই ধারার মধ্যই । আমৃত্যু তিনি গীতিকথার,সুরের ও গায়কীর শিল্পরূপ সৃষ্টির দক্ষ কারিগরই থেকে যাবেন বলে তিনি জানান।

বিজয় সরকারের গীতিকথায়,গায়কী,ও সুরে প্রতীকের ব্যঞ্জনা আছে। তবে সংগীত বিনির্মাণে এসবের ব্যাপ্তি পরিমিত পরিসরে হয়েছে। রূপক, সংকেত, ইঙ্গিত, প্রতীকের ভারে সংগীতের তলদেশ সন্ধান কঠিনতর হয়ে পড়েনি; বরং এসবের পরিমিত ব্যবহারে সংগীত হয়ে উঠেছে শ্রোতাস্পর্শী।

সমসাময়িক কথা আর চিরাচরিত অনুভূতির মিশেলে রাগভিত্তিক গান এখন কম হয়। তাই আসছে নতুন বছরে”ফেলে গেলে আমায় ওগো প্রিয়া ”
শিরোনামের নতুন একটি রাগভিত্তিক গান তিনি শ্রোতাদের জন্য উপহার দিবেন। গানটি নতুন বছরের প্রথম দিনেই মুক্তি পাবে বলে জানান বিজয় সরকার।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.