বিজয় সরকার গাইলেন চাঁটগাঁইয়া গান কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোঁয়ারে

0

চাটগাঁইয়া সংস্কৃতিতে অনুকরণ ও অনুসরণ-চেষ্টায় সৃষ্ট অসংখ্য গান কালজয়ী গান হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছে, সাংগীতিক পরিভাষায় সেসব গানকে বলা হয় ‘ভাঙা-গান’। দেশি-বিদেশি যেসব গান শিল্পীরা নিজে বা অন্য কারোর কাছে শুনে মুগ্ধ হয়ে সুর-কাঠামো অনেকাংশে ঠিক রেখে তাতে বাণী বসিয়েছেন— সেগুলিকেই ভাঙা-গান বলা হয়।

ঠিক তেমনি একটি গান ‘এমএন আখতার’ রচিত চিরসবুজ একটি আঞ্চলিক গান হলো ‘কইলজার ভিতর গাঁথি রাইখ্যম তোঁয়ারে।’
যা ১৯৭৭ সালে সাবিনা ইয়াসমিন ও এমএন আখতারের কণ্ঠে গ্রামোফোন রেকর্ডে এই গান বের হয়। গত তিন যুগ ধরে এই গান সারাবিশ্বের বাঙ্গালী এবং বাংলা ভাষাভাষী সহ চট্টগ্রামের মানুষের মুখে মুখে ফেরে। ক্লোজআপ ওয়ান তারকা সালমার কণ্ঠে গানটি রিমিক্স হওয়ার পর সারাদেশে এই গানের খ্যাতি ছড়িয়ে পড়ে।

এবার সেই আলোচিত জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছেন দেশের বিশিষ্ট কন্ঠশিল্পী, সুরকার গীতিকার বিজয় সরকার, তাঁর সঙ্গে দ্বৈত কন্ঠে থাকবেন চট্রগ্রামের মেয়ে বেবী দাস নুপুর।
গানটির ব্যাপারে সংগীতজ্ঞ বিজয় সরকার বলেন;

“খাঁটি লোকসংগীতের সুর কখনও নির্দিষ্ট স্থানে বন্দী থাকেনা , তাঁর উৎস থেকে বেরিয়ে বহতা নদীর মতো এঁকেবেঁকে ফুলেফেঁপে বয়ে চলে। চলার সময় সেই সুরনদী প্লাবিত করে দুকূল— আর সুরনদীতে ভেঁসে যায় গান পাগল সব শ্রোতারা “।

— জাহিদ হাসান নিশান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.