বৈশাখ রাঙাতে মিটুল হকের নতুন গান প্রকাশ

0

জাহিদ হাসান নিশান : সূর্যের নতুন আলোর সঙ্গে এসেছে নতুন বছর, বঙ্গাব্দ ১৪২৯ । পহেলা বৈশাখ আবারও সেজেছে আপন মহিমায়। আর উৎসবের রং কি রঙিন হয় নতুন গান ছাড়া? তাই তো জনপ্রিয় ব্যান্ড Q4 ( কিউ ফোর) নববর্ষের নতুন গান নিয়ে হাজির।

নব উদ্যমে বৈশাখ বরণে “বাঙালী বৈশাখে” শিরোনামের গানটিতে কন্ঠ দেবার পাশাপাশি কথা ও সুর করেছেন Q4 ( কিউ ফোর) ব্যান্ডের ভোকালিস্ট রকষ্টার মিটুল হক। ঝান্ডা’র মিউজিকে গানটি পাওয়া যাবে মিটুল হকের নিজস্ব ইউটিউব চ্যানেল Mitul এ।

বাঙালি জাতিগোষ্ঠীর জীবনে বছরের যে কয়েকটি দিন সকল প্রকার দুঃখ-কষ্ট-বেদনা, পুরাতন-জীর্ণতা, গ্লানিকে ভুলিয়ে অন্তরের অন্তঃস্থলে এক নব আনন্দ-উচ্ছ্বাসের সমাবেশ ঘটায়, সেই দিনগুলোর মধ্যে অন্যতম হলো বাংলা নববর্ষের সূচনাকাল- পহেলা বৈশাখ। পৃথিবীর প্রতিটি জাতিসত্তার কাছেই সেই জাতির ঐতিহ্য ও সংস্কৃতিগত নতুন বছরের সূচনাকে অত্যন্ত সম্মানের সঙ্গেই দেখা হয়। বাঙালিরাও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। তাই পহেলা বৈশাখ বা নববর্ষ প্রতিটি বাঙালির জীবনে সংস্কৃতিসমৃদ্ধ ও ঐতিহ্যমণ্ডিত একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই দিনটি রঙ্গিন করতে মিটুল হকের নতুন এই গান।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.