পহেলা বৈশাখ উপলক্ষে হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রা, লাঠি খেলা অনুষ্ঠান

0

তুষার হাবীব, হরিনাকুন্ডু প্রতিনিধি : ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের পহেলা বৈশাখ পালন। আমাদের বাংলা ভাষা-ভাষীদের আনন্দের এবং উৎসবের দিন পহেলা বৈশাখ। তাইতো ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা অফিস থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ক্রীড়া সংস্থার মাঠে উপস্থিত হয়। এসময় আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) সেলিম আহম্মেদ, পৌর মেয়র ফারুক হোসেন, হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, হরিনাকুন্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুদীপ্ত সালাম, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুমিয়া, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু, চেয়ারম্যান মনজুর রাশেদ সহ সকল বিভাগের প্রধানগন। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়। উক্ত লাঠিখেলায় ২ নং জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুমিয়া এবং ৪ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ৫ নং কাপাশাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু সাময়িক ভাবে অংশগ্রহণ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.