বিচিত্র এই দুনিয়া ! জসিম মল্লিক
মানুষের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা কাজ করে। যুগে যুগে এমনটাই ছিল। সোশ্যাল মিডিয়ার কারণে সেটা আরো স্পষ্ট। সেটা হচ্ছে ক্ষমতাবানদের তোয়াজ করা, নতজানু হওয়া। যারা যে ক্ষেত্রে ক্ষমতাবান তাদেরকে আমরা সবসময় পিঠ চাপরাই। ভাল কিছু করলে যেমন বাহবা দেই না করলেও দেই। স্বার্থ বিবেচনা করে আমরা ভালবাসা চর্চ্চা করি। পুলিশ, আমলা, শিক্ষক, সাংবাদিক, লেখক, কবি, আইনজীবি, আর্মি, রাজনীতিবিদ, ছাত্রনেতা বা ব্যবসায়ী এদের মধ্যে যারা পাওয়ারফুল তাদের আমরা তোয়াজ করে চলি। আমার মতো এলেবেলে মানুষেরা তাদের সবকিছু পছন্দ করে। তারা যা পোষ্ট দেয় তাতেই হাজার হাজার লাইক কমেন্টস থাকে। সাধারণ মানুষ যতই ভাল কিছু করুক তার বাজার ভ্যালু কম।
কেনো মানুষের এই প্রবণতা! কেনো ক্ষমতবানদের সবকিছু আমাদের ভাল লাগে! আসলেই কি আমরা সবাই তাদের ভালবেসে লাইক কমেন্টস করি! আমার তা মনে হয় না। অনেক ক্ষত্ৰেই না জেনে না বুঝে লাইক দেই। এটা করি খুশী করার জন্য। মানুষ ক্ষমতানদের সাথে সযুক্ত থেকে নিজের অক্ষমতাকে ঢাকতে চায়। আবার কিছু ক্ষমতাবান মানুষ শুধু ক্ষমতাবানদের সাথেই যুক্ত থাকতে ভালবাসে। তাদের সাথে ছবি পোষ্ট দিতে পছন্দ করে। তারা আপনার আমার মতো লোকদের সাথে যুক্ত থাকবে না। আবার কিছু সাধাৱণ মানুষ এটা বোঝাতে চায় যে ক্ষমতাবান বা সেলিব্রেটিদের সাথে তার সখ্যতা আছে। এর অর্ন্তনিহিত কারন স্বার্থ, প্রত্যাশা বা আত্মতৃপ্তি। এই প্রত্যাশা অবচেতন মনেই কাজ করে। পৃথিবী একটা বিচিত্র জায়গা, বিচিত্র সব মানুষ, বিচিত্র অভিব্যাক্তি, বিচিত্র চাওয়া পাওয়া, বিচিত্র হিসাব নিকাশ। এতো সরলীকরণ কিছুই না এবং আমি আপনি এই প্রবনতারই অংশ।
টরন্টো ২২ ফেব্রুয়ারি ২০২১