ঈশ্বরদীতে মজুত ফুরিয়ে যাওয়ায় করোনার টিকাদান বন্ধ

0

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে করোনাভাইরাসের টিকার মজুদ না থাকায় প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

আসমা খান জানান, এখন টিকার কোনো মজুত নেই। নতুন করে সরবরাহ না পাওয়া পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান সম্ভব নয়।
নতুন করে ভ্যাকসিনের কোনো চালান আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই।
পাবনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। উপজেলায় এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ১১ হাজার ৬২ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ১৭৩ জন। সে হিসেবে এখনও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন গ্রহণ করেননি ৪ হাজার ৮৮৯ জন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.