সি.আর দত্ত’র মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোকসভা অনুষ্ঠিত । তাঁর কৃতিত্বপূর্ণ অবদান জাতি চিরদিন স্মরণ করবে
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কালীন ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত)-এর মৃত্যুতে শোক সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত ২৬ আগষ্ট বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা সি আর দত্তকে একজন খাঁটি একজন দেশপ্রেমিক আর অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে অভিহিত করেন। করোনাভাইরাস পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব মেনেই এই সভা অনুষ্ঠিত হয় বলে সংশ্রিস্টরা দাবী করেন। উল্লেখ্য, ২৪ আগষ্ট সোমবার রাত দিবাগত ১১:১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বয়নটন বীচ জি বেথসদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর অন্তেষ্টিক্রিয়া ঢাকায় সম্পন্ন হবে। এজন্য মরদেহ বাংলাদেশে প্রেরণের প্রক্রিয়া চলছে। খবর ইউএনএ’র।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত ব্যতিক্রমী এই শোক সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারী ও মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি। সভা পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, তৎকালীন সেনাবাহিনীর সর্বপ্রথম উচ্চ পদস্থ বাঙালী অফিসার, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার, স্বাধীন বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা তথা তৎকালীন বাংলাদেশ রাইফেলসর (বর্তমান বিজিবি)-এর প্রতিষ্ঠাতা ও প্রথম ডাইরেক্টর জেনারেল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত’র কৃতিত্বপূর্ণ অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অকুতভয় এই মুক্তিযোদ্ধাকে ‘বীর উত্তম’ উপাধি দিয়েছিলেন, তাঁকে স্যালুট জানাই। ছিলেন খাটি দেশ প্রেমিক। আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
রাশেদ আহমেদ বলেন, মেজর জেনারেল (অব.) সি.আর. দত্ত’র কৃতিত্বপূর্ণ অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তার শূন্যতা পূরণ হবার নয়। তিনি নিউইয়র্কে বিভিন্ন অনুষ্ঠানে সি আর দত্তের যোগদানের স্মৃতিচারণ করেন। শোক সভায় মুক্তিযোদ্ধা রেজাউল বারী ও মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যান সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য শাহানারা রহমান, আওয়ামী লীগ নেতা হোসেন রানা, সাংবাদিক মুজাহিদ আনসারী, কানেকটিকাট ষ্টট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সভাপতি আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরজ্জামান সরদার সহ সৈয়দ কিবরিয়া, ইমাম কাজী কাইয়ুম, বদিউজ জামান দুলাল, হেলাল মিয়া, লস্কর ফয়জুর রহমান, নান্টু মিয়া প্রমুখ। সভায় প্রয়াত সি.আর. দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।