নিউইয়র্কে ঈদের জামাত কখন কোথায়

0

নিউইয়র্ক (ইউএনএ): পবিত্র মাহে রমজানের শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় আগামী ১মে রোববার অথবা ২মে সোমবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ঈদ উপলক্ষ্যে নিউইয়র্ক সহ উত্তর আমেরিকার বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। খবর ইউএনএ’র।

জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি): জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে এবার ঈদের দিন তিনট জামাত অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ার কারনে জ্যামাইকা মুসলিম সেন্টারের মূল ভবনে সকাল ৮টা থেকে এক ঘন্টা পর পর ৩টি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটি। সকল জামাতেই মহিলাদের জন্যও নামাজের ব্যবস্থা থাকবে। মুসল্লীদের মাস্ক পড়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ সুসান বি এন্থনী স্কুল মাঠে। আবহাওয়া খারাপ থাকলে আল আরাফা মসজিদে ঈদের জামাত হবে ৪টি যথাক্রমে মকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়। আরাফা ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির সভাপতি শফিক হাসান বার্তাসংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, স্থানীয় হিলসাইড এভিনিউ সংলগ্ন ১৭৯ স্ট্রীটে সেন্টার ভবনের কাজ এগিয়ে চলছে। আশা করছি আগামী আগামী বছর বছর ভবনটিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় সহ ঈদের নামাজ আদায় করতে পারবো। সেন্টার ভবনের নির্মান কাজ দ্রুত সম্পন্ন করতে তিনি সকলের আর্থিক সহযোগিতা কানা করেন।

আমেরিকান মুসলিম সেন্টার: জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের তিনটি ঈদের জামাত অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ জামাত অনুষ্ঠিত হবে মসজিদে সকাল সাড়ে ৬টায়। এছাড়াও স্থানীয় রুফজ কিং পার্কে (১৫০-২৯ জ্যামাইকা এভিনিউ, নিউইয়র্ক ১১৪৩৫) দু’টি জামাত হবে যথাক্রমে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ১০টায়। প্রতিকূল আবহাওয়ায় জামাত মসজিদ ভবনে অনুষ্ঠিত হবে।

মসজিদ মিশন: জ্যামাইকার মসজিদ মিশন জামে মসজিদে (হাজী ক্যাম্প মসজিদ) ঈদুল ফিতরের ৪টি জামাত অনুষ্ঠিত হবে এক ঘন্টা পর পর যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও সকাল ১০টায়। দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদ ভবনে ঈদের ৪টি জামাত হবে যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ছাড়া প্রত্যেক জামাতে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে।
এছাড়াও জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, উডসাইডের আবু হুরায়রা মসজিদ, ম্যানহাটানের মদিনা মসজিদ, এস্টোরিয়ার শাহজালার মসজিদ, গাওসিয়া মসজিদ, ব্রুকলীনের বাংলাদেশ মসলিম সেন্টার, ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদ প্রভৃতি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.