ছয় শতাধিক প্রবাসীর অংশগ্রহণ : সৌহার্দ-সম্প্রীতির বন্ধনকে আরো জোরার করার উপর গুরুত্বারোপ

0

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইল জেলাবাসীদের সামাজিক সংগঠন ‘টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই রোববার গাছ-গাছালিতে ঘেরা সবুজ চত্ত্বর নিউইয়র্কের বিশাল ইন্ডিয়ান আইল্যান্ড কাউন্টি পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবী এতে আমন্ত্রিত অতিথিসহ ছয় শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন। ফলে বনভোজনস্থল হয়ে উঠে এক টুকরো ‘টাঙ্গাইল জেলা’। টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় আড্ডা, শুভেচ্ছা বিনিময়, সুখ-দু:খের আলাপ, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, সঙ্গীত প্রভৃতি কর্মকান্ডে মুখরিত হয়ে উঠে ‘টাঙ্গাইল সোসাইটি’র বনভোজন। এতে অংশগ্রহণকারীরা প্রবাসী টাঙ্গাইলবাসীদের সৌহার্দ-সম্প্রীতির বন্ধনকে আরো জোরার করার উপর গুরুত্বারোপ করেন। খবর ইউএনএ’র।

নিউইয়র্ক সিটির অদূরে প্রায় দেশ ঘন্টা দূরত্বে ইন্ডিয়ান আইল্যান্ড কাউন্টি পার্কে সকাল ১০টা থেকেই প্রবাসী টাঙ্গাইলবাসীরা প্রাইভেট কারযোগে সমবেত হতে থাকেন। আগতদের স্বাগত জানান আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান খান ও সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আরিফ সহ কার্যকরী কমিটির কর্মকর্তাগণ। বেলা ১১টার দিকে লাইনে দাঁড়িয়ে পরিবেশন করা হয় জ্যাকসন হাইটসের কথা রেষ্টেুরেন্টের তৈরী নাস্তা। দুপুরে আনুষ্ঠানিকভাবে বনভোজন ও র‌্যাফল ড্র’র টিকিট বিক্রি উদ্বোধন করেন সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান খান। এসময় সংগঠনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুপুরে জোহরের নামাজের পর এবং মধ্যাহ্ন ভোজের বিরতীর পর অনুষ্ঠিত হয় শিশু-কিশোর-কিশোরীদের দৌড়, লাল আর সবুজ দলের ফুটবল আর মহিলাদের মিউজিক্যাল পিলো। আরো ছিলো যেমন খুশী তেমন সাজ। বিকেলে ছিলো দই-রসগোল্লার পর চা-পানের পাশাপাশি প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী রাজীব-এর একক সঙ্গীত। মধ্যহ্ন ভোজে ছিলো জ্যামাইকার সুপরিচিত সাগর রেষ্টুরেন্টের মুখরোচক খাবার।

বিকেলে মনোজ্ঞ র‌্যাফল ড্র’র আগে অতিথিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ল অফিস অব মাইকেল গাসি ইএসকিউ এন্ড এসোসিয়েটস পিসি’র কাজী জামান ও জিয়া হক এবং বেঙ্গল হোম কেয়ারের কর্ণধার জামিল আহমেদ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। সাংস্কৃতিক পর্ব উপস্থাপনায় ছিলেন আবৃত্তিকার গোপন সাহা। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, দেওয়ান আমিনুর রহমান, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান খান আপেল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবর রহমান, মির্জা নূর-এ আলম উপস্থিত ছিলেন। এছাড়াও বনভোজন অনুষ্ঠান আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন কাউছার আহমেদ মন্টু, কাজী গোলাম মোস্তফা কিসলু, শহীদুল ইসলাম শহীদ, ইমরুল আলম শাহেদ, আজাদ আলী খান, আব্দুর রাজ্জাক, মোহাম্দ আলী, মোহাম্মদ ইসমাইল হোসেন, ইউনুস আলী মাস্টার, মোহাম্মদ সোহেল রানা রিপন, রাম কৃষ্ণ সাহা, লিটন সেন সাগর প্রমুখ।

র‌্যাফল ড্র’র উল্লেখযোগ্য পুরষ্কারের মধ্যে প্রথম পুরষ্কার স্বর্ণের অলংকার প্রদান করেন রাইট কেয়ার ফার্মেসী’র কর্ণধার ড. ইকবাল রাশেদ রানা, দ্বিতীয় পুরষ্কার ঢাকা-নিউইয়র্ক-ঢাকা রুটের বিমানের টিকিট প্রদান করেন ল অফিস অব মাইকেল গাসি ইএসকিউ এন্ড এসোসিয়েটস পিসি, তৃতীয় পুষ্কার ছিলো ৬০ ইঞ্চি কালার টিভি আর চতুর্থ পুরষ্কার ছিলো আবাসিক হাউজিং প্রতিষ্ঠান ‘পুষ্পধারা প্রোপার্টিজ ইউএসএ’ প্রদত্ত স্বর্ণের চেইন। এছাড়াও আরো ১১টি পুষ্কার ছিলো র‌্যাফল ড্র-তে। ‘টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন সফল করায় সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান খান ও সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আরিফ সকল প্রবাসী টাঙ্গাইলবাসী সহ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.