চীনের চাংশায় বসন্ত উৎসবে বাংলাদেশী শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ

0

নিজস্ব প্রতিনিধি, চীন থেকে : চীনের হুনান প্রদেশের চাংশা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ২০২৩। বিশ্ববিদ্যালয় টির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’স এপার্টমেন্ট এর চাইনিজ কর্ণারে মোওয়াপেলে কং চেং এবং সুমাইয়া আক্তার শোভা’র সঞ্চালনায় ১৪ জানুয়ারি বিকাল ৩ টা থেকে শুরু হয় অনুষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানেই চীনের নতুন বছরকেও স্বাগত জানানো হয়। অনুষ্ঠানসূচীতে ছিল চীনা ঐতিহাসিক পোষাক হানফু শো, সঙ্গীত, কবিতা আবৃতি, নৃত্য, কুংফু শো।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীরাও তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হাসনাত আহমেদ হিমেল, আব্দুর রাজ্জাক, মুরাদ হোসেন, মেহেদী হাসান, জীবন কুমার সরকার, জুনাইদ ইবনে সালাম, বর্ষা আক্তার নিশা সহ অন্যান্য বাংলাদেশী শিক্ষার্থীরা। একই সাথে পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, মরক্কো, ভিয়েতনাম, সৌদি আরব সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কলেজের আন্তর্জাতিক শিক্ষার্থী অফিসের সম্পাদক মি. ওয়াং হুইহুই, শিক্ষক মি. ওয়াং লু, মিস. ঝাং লু, মিস. পং, মিস. সু।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.