ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আ. লীগ নেতৃবৃন্দের বিজয় উল্লাস জো বাইডেনের প্রথম ভাষণ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের যোগদান

0

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস-এর জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রথম ভাষণ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা যোগ দিয়েছেন। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসীরা এই অনুষ্ঠানে যোগ দেন। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ডেলোয়ার অঙ্গরাজ্যের নিজ শহর উইলমিংটন টাউনে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ভাষণ দেন ভাইস প্রেসিডেন্ট কমলা হারিস। এরপর অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার জনতা বিপুল করতালির মাধ্যমে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানানোর পর তিনি তাঁর ভাষণ দেন। খর ইউএনএ’র।

শনিবার রাত ৮.৪৫ মিনিটে ভাষণ শুরু করেন বাইডেন। বিজয়ী ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের ভোটারদের ঐক্য ও পুনর্মিলনের আহ্বান জানিয়ে বলেন, ‘যাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন, আপনাদের হতাশাটা আমি বুঝি। আমিও বেশ কয়বার পরাজিত হয়েছি। কিন্তু এখন একে অন্যকে সুযোগ দিতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের দুই পক্ষের আবারও একে অন্যের কথা শোনার সময় এখন। সময় কর্কশ কথাবার্তা দূরে ঠেলে রাখার। উত্তেজনা কমিয়ে একজন আরেকজনের দিকে তাকাতে হবে। উন্নতি করতে হলে আমাদের বিপক্ষ দলকে শত্রু ভাবা বন্ধ করতে হবে।’

জো বাইডেন আরও বলেন, ‘তারা আমাদের শত্রু নয়, তারা আমেরিকান।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মানুষ জবাব দিয়েছে। তারা আমাদের পরিষ্কার বিজয় এনে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি (৭ কোটি ৪০ লাখ) ভোট পেয়ে আমরা জয়ী হয়েছি। আমি বিভেদ নয়, ঐক্য চাই। কোন রাজ্য নীল, কোন রাজ্য লাল, তা আমি দেখি না। আমি দেখি যুক্তরাষ্ট্রকে।’ তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের মূল শক্তির পুনর্গঠন করতে চাই। মধ্যবিত্ত শ্রেণির মানুষকে টেনে তুলতে চাই। যুক্তরাষ্ট্রকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাকে সারা বিশ্ব সম্মান করবে।’
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনের ভাষণ প্রদান অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক, কানেকটিকাট, নিউজার্সী ও ফিলাডেলফিয়া ষ্টেট আওয়ামী লীগ সহ ট্রাই কাউন্টি আওয়ামী লীগ নেতৃবৃন্দ যোগ দেন। এসময় তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় পতাকা, বাইডেন-কমালা’র ছবি সম্বলিত স্বাগত, ওয়েলকাম লেখা পোস্টার ও দলীয় ব্যনার বহন, বিজয় উল্লাস প্রকাশ এবং ভিক্টোরী চিহ্ন ‘ভি’ প্রদর্শণ করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যানণ সম্পাদক সোলেমান আলী, কার্যকরী সদস্য শাহানারা রহমান, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুবলীগ নেতা শাহ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্র বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান। এদিকে মোহাম্মদ হোসেন খান ও কাজী সাখাওয়াত হোসেন আযম নেতৃত্বাধীন ফোবানা’র নেতৃবৃন্দও প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের প্রথম ভাষণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে যোগদানকারী ফোবানা নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আলী ইমাম শিকদার, শাহ নেওয়াজ, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ প্রমুখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.