চোখ জুড়ানো সৌন্দর্য নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরে গড়ে উঠেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট

0

প্রবীর কুমার সাহা : বিশাল বিস্তৃত অপরুপ প্রাকৃতিক এক অপার সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। বলতে গেলে অবসর কাটানোর সকল ধরণের আয়োজন নিয়েই গড়ে উঠেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট। স্বপ্নদ্বীপ রিসোর্ট, নাম শুনে মনে হতে পারে স্বপ্নে ভরপুর কোন দ্বীপ, যেখানে রয়েছে স্বপ্নে দেখা কোন দ্বীপ । তবে স্বপ্নদ্বীপে রয়েছে স্বপ্নে দেখার মতো চোখ জুড়ানো সৌন্দর্য। যা ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের মতো। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার জয়নগরে ২০২০ সালে ৩ একর জায়গা নিয়ে খাইরুল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল ইসলাম তৈরি করেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট । মনমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা স্বপন্দ্বীপ রিসোর্ট ,চোখে না দেখলে বুঝার উপায় নাই যে, একটি জেলা শহরের উপজেলাতে গড়ে উঠেছে এমন একটি রিসোর্ট।

রাজধানী ঢাকা থেকে মাত্র ১৮৫ কি: মি: অদূরে পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগরে গড়ে উঠেছে এই স্বপ্নদ্বীপ রিসোর্ট । পাবনা শহর থেকে ২৪ কিলোমিটার পথ পেরোলেই আর ঈশ্বরদী উপজেলা থেকে মাত্র ৫ কিলোমিটার অদুরেই স্বপ্নদ্বীপ রিসোট । এছাড়া রুপপুর পারমানবিক  প্রকল্প থেকে ৪.৬ কিলোমিটার ও রুপপুর গ্রীনসিটি আবাসিক এলাকা থেকে মাত্র ২.১ কিলোমিটার যেতে হবে স্বপ্নদ্বীপ রিসোর্টে । ঈশ্বরদী ইপিজেড এলাকা থেকে ৫.৯ কিলোমিটার অদূরে গড়ে উঠেছে স্বপ্নদ্বীপ রিসোর্ট ।

অত্যাধুনিক বিলাসবহুল এই রিসোর্টে রয়েছে সকল ধরণের সুযোগ সুবিধা। আছে সুন্দর এক সুইমিং পুল, জিম ,স্পা। পরিবার, কাপল অথবা হানিমুনের জন্য আদর্শ হতে পারে স্বপ্নদ্বীপ রিসোর্ট। এছাড়াও রয়েছে কনফারেন্স রুম, দৃষ্টিনন্দন মঞ্চ যেখানে সব ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে,আছে প্রাকৃতিক পরিবেশে রাত্রি যাপনের সুব্যবস্থা । চলো না ঘুরে আসি স্বপ্নদ্বীপ রিসোর্টে ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.