কবিতার অস্তিত্ব জুড়ে । নাসরীন মিতা
কবিতার অস্তিত্ব
জুড়ে
নাসরীন মিতা
গল্প, কবিতার আড্ডায়
চায়ের চুমুকের ফাঁকে
ফাঁকে
চোখে চোখ রেখে
চোখের ভাষা পরার
চেষ্টা।
হয়তো বুঝি, হয়তো
বা না।
কিছু শব্দের চাষ করি
অহেতুক
নিয়ম অনিয়মকে
হারিয়ে দিয়ে
এক বন্ধনে মিশে
থাকব বলে।।
একটু একটু করে
তোমার হাতেই
চাষ হয় নতুন আর
এক কবিতার।।
আর তখন ই তুমি
জল রং এ
লিখে দিলে
তোমার কবিতার
পুরো অস্তিত্ব জুড়ে
শুধুই আমি।।