একজোড়া কালো চোখ। নাসরীন মিতা

0

একজোড়া কালো চোখ

– নাসরীন মিতা

আজ আর কিছুই মনে নেই
শুধু মনে আছে
একজোড়া কালো চোখের কথা।
যে চোখের কোণে লেগে আছে বিন্দু কণা।

যে চোখে লেখা ছিল স্বাধীনতা চাই

স্বাধীনতা তোমাকে শুধু আমার জন্য চাইনা।
স্বাধীনতা চাই আমার মায়ের জন্য
চাই আমার নিরবে কেঁদে যাওয়া
বোনের জন্যে।।

স্বাধীনতা চাই আমার অবুঝ
কিশোরীর কথা ভেবে।
স্বাধীনতা চাই সেই একজোড়া
কালো চোখের কথা ভেবে।

স্বাধীনতা আর কতো চিল্লাতে হবে আমার,
আমাদের মৌলিক অধিকারের জন্য
বাক স্বাধীনতার জন্য।

এবার রেহাই দাও
নব্য দস্যুদের হাত থেকে
স্বাধীনতার জন্য দিয়েছে তো প্রাণ
হাজার হাজার দামাল ছেলে
আর কি চাই বলো।।

স্বাধীনতা এবার চাই আমি, আমরা
চাটুকারিতা, শোষক,নব্য দস্যুদের
অত্যাচার – অবিচার জুলুম রুখতে।

স্বাধীনতা তুমি আছো
লেখকের অগোছানো গল্পে- কাব্যে
স্বাধীনতা তুমি আছো
কবির বিরহ বাসনায়।
আর কি চাই বলো?

শুধু মনে আছে একজোড়া কালো
চোখের কথা

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.