তুলির টানে । নাসরীন মিতা

0

 তুলির টানে

– নাসরীন মিতা

সময়ের মূহুর্ত গুলো

ধরে রাখা

দিবা স্বপ্নের মতো

রঙিন স্বপ্নগুলো আছে

মনে ঘুমিয়ে

ইচ্ছে করে তুলির

টানে জাগিয়ে তুলি

ঘুমন্ত স্বপ্ন গুলিকে।

অসহায় আমি পারিনা

সে তুলির টান দিতে।

স্বপ্ন গুলি স্বপ্নই রয়ে

যায়,

ইচ্ছেরাও থেকে যায়

চিরতরে

অন্তরে অদৃশ্য

শিকলে বাঁধা হয়ে

জীবন চলার

সন্ধিক্ষণে

আমরণের হিসেব

কষে কি আর হবে

যোগা- বিয়গের

পান্থশালায়

একদিন দেবোতো

পারি ভিনদেশে।।

হৃদপিন্ডের ধুকপুক

থেমে যাবে চিরতরে

ডায়েরির ভাজে

লুকিয়ে থাকবে

শুধু হৃদয়ের অদৃশ্য

শিকলে বাঁধা

অপূর্ণ স্বপ্ন।।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.