চাঁদহীন চন্দ্রিমা/ কাজী আতীক

0

চাঁদহীন চন্দ্রিমা/
কাজী আতীক।

কি ভেবে তুমি শংকিত হলে,
যেনো হঠাৎ সম্মুখে এক
গুখরো কিংবা কালকেউটে!

অণু- প্রতিসম অপ্রতিসম প্রকারভেদ
জটিলতা যেমন
তুমি হয়তো নিশ্চিত ছিলে না,
অথবা হয়তো-
কেবল এক সহজাত প্রতিকৃয়া,

তবুও বিষ্ময়, যদি চাঁদহীন চন্দ্রিমা,
স্খলিত বিভাস এক আলতো চুম্বন
ওষ্ঠ অধরের ছোঁয়া কপালে কিংবা গালে,
এক স্পর্শ কেবল বিহ্বল অনুরক্ত অনুভবে।

কিশোরগঞ্জ, ২৯ জুলাই ‘২০২১

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.