বিশ্ব মিলনায়তন (হজ্ব)। মাস্টার জালাল

0

বিশ্ব মিলনায়তন (হজ্ব)
“মাস্টার জালাল”

হাজারো বছর ধরে
বিশ্ব মুসলিম ছুটে চলেছেন
আল-মক্কার কাবা ঘরে।
পায়ে হেঁটে কেহ-
সমুদ্র পথে কেহ-
কেহবা বিমানে চড়ে-
কেহবা হাজির আল্লার ঘরে
মনের পাখনায় ঊড়ে ।
হাজি সাহেবদের পরনে সবারই
শুভ্র পরাগবেশ
আচার ভিন্ন ভাষা ভিন্ন
ভিন্ন ভিন্ন দেশ।
নাই ভেদাভেদ নর আর নারী
গায়ে গায়ে সব মিশে
আল্লাহু রবে কেঁদে জার জার
হারা হয়ে সব দিশে।
লাব্বাইক মুখে কাবা ঘর ঘুরে
হাজির অবশেষে
পর্বত চূড়া হীরা-তায়েফ
চির বসন্তের দেশে।
মদিনার রাজা চির নিদ্রায়
সাথীদের নিয়ে যেথা
বিশ্ব মুসলিম ছুটে চলেছেন
সালাম দিতে সেথা।
লাঘব করিতে হৃদয়ের জ্বালা
মনের কালিমা যত-
ধুয়ে মুছে সব করিতে সাফ
সবাই ক্রন্দন রত।
মাফ করে দাও আল্লাহ রাসুল
মাফ কর অধম জনে
ফি বছর মিলিত হই যেন
বিশ্ব মিলনায়তনে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.