ফাঁকা অন্তরিক্ষ/ কাজী আতীক

0

ফাঁকা অন্তরিক্ষ/
কাজী আতীক।

শূন্য করপুটে- জমা নেই কিছু,
অতীত কিংবা বর্তমান-
সদ্য কেনা খাতার পাতা আছড়হীন যেমন,
অথবা সদ্য ধরতে শেখা শিশুটির হাতে আঁকা
অর্থহীন অকিবুকির মতো, বিভ্রম কেবলই,

কিছু নেই, কিছুই নেই- শূন্য করপুট
আগামীর কি ভরসা বলো!
এক ভোর থেকে আরেকটি ভোর
একটি সন্ধ্যা থেকে আরেকটি সন্ধ্যা
মাঝের সময়টুকুও ফাঁকি কিংবা ফাঁকা পড়ে থাকা
শূন্য শূন্যতায়- আগন্তুক সময়ের কি ভরসা বলো?

শূন্য সম্ভাবনার যেনো এক ফাঁকি কিংবা ফাঁকা অন্তরিক্ষ।

(কিশোরগন্জ, ৩১ জুলাই ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন
Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.