ফাঁকা অন্তরিক্ষ/ কাজী আতীক

0

ফাঁকা অন্তরিক্ষ/
কাজী আতীক।

শূন্য করপুটে- জমা নেই কিছু,
অতীত কিংবা বর্তমান-
সদ্য কেনা খাতার পাতা আছড়হীন যেমন,
অথবা সদ্য ধরতে শেখা শিশুটির হাতে আঁকা
অর্থহীন অকিবুকির মতো, বিভ্রম কেবলই,

কিছু নেই, কিছুই নেই- শূন্য করপুট
আগামীর কি ভরসা বলো!
এক ভোর থেকে আরেকটি ভোর
একটি সন্ধ্যা থেকে আরেকটি সন্ধ্যা
মাঝের সময়টুকুও ফাঁকি কিংবা ফাঁকা পড়ে থাকা
শূন্য শূন্যতায়- আগন্তুক সময়ের কি ভরসা বলো?

শূন্য সম্ভাবনার যেনো এক ফাঁকি কিংবা ফাঁকা অন্তরিক্ষ।

(কিশোরগন্জ, ৩১ জুলাই ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.