ভালোবাসা ও ব্যাকুলতা । গৌতম কুমার বিশ্বাস

0

ভালোবাসা বিনি সুতোর মত।
সে যতই দুরে থাকুকনা কেন একটা অদৃশ্য টান সবসময় মনের মধ্যে অনুভব হয়। তার ভাবনা অহর্নিশ। কি করছে? কেমন আছে? কখন কাছে আসবে? আমার কথা ভাবছে তো? ঠিক ভুলে গেছে। শুধু আমিই ভাবি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তার মনের মধ্যে সারাক্ষণ তোলপাড় করতে থাকে। কিন্তু এর মধ্যে অনেক অভিমানও থাকে। অনেক সময় নিজেকে সমর্পন করতে দ্বিধা করে। কেন আমি কেন? সে কেন নয়? তার জন্য আমার তনু মন প্রস্তুত কিন্তু সে এগিয়ে আসুক।

ব্যাকুলতা আবার অন্যরকম। কিন্তু সে স্বতন্ত্র নয়। ভালোবাসার কাধে ভর না করলে তার অস্তিত্বই থাকেনা। ভালোবাসার সাথে যদি ব্যাকুলতা মিশ্রিত হয় তবে সে হয়ে ওঠে উচ্ছল, বেপরোয়া। ভালোবাসার হাতে অফুরন্ত সময়, ব্যাকুলতার হাতে সময় নাই, তাকে এখনই পেতে হবে। ভালোবাসায় লাগাম আছে, ব্যাকুলতা লাগামহীন উন্মত্ত।

ভালোবাসা সময়ের সাথে বিদ্রোহ করেনা, ব্যাকুলতা অপেক্ষাকে সহ্য করতে পারেনা।
ভালোবাসা বলে- আমি নিশিদিন তোমায় ভলোবাসি , তুমি অবসরমত ভালোবাসিও।
ব্যাকুলতা বলে- তোমাকে চাই , শুধু তোমাকে চাই।

———ময়মনসিংহ, ২৬/০৮/২০২১ ।

লেখক : পুলিশ সুপার – পিবিআই, ময়মনসিংহ ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.