পাবনায় বাড়ছে যমুনা নদীর পানি স্থিতিশীল অন্যান্য নদ নদীর পানি

0

পাবনা প্রতিনিধি : উজানের ঢল আর টানা বৃষ্টিতে পাবনায় যমুনা নদীর পানি বাড়লেও অন্যান্য নদ নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, সোমবার সকালে যমুনা নদীর পানি বেড়ে নগরবাড়ি পয়েন্টে বিপদ সীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মা নদীর পানি পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে বিপদ সীমার ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে এবং বড়াল নদীর পানি কিছুটা বেড়ে বড়াল ব্রীজ পয়েন্টে বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে ইতোমধ্যে সদর, ঈশ্বরদী, বেড়াসহ কয়েকটি উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে সবজি ও ফসলের ক্ষেত তলিয়ে গেছে।
পাবনা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের কর্মকর্তারা বলেন, বন্যা-পানি বৃদ্ধি বা ভাঙ্গনের চিত্রটা এখনও ত্রাণ দেওয়ার মতো নয়। তবে সরকারি ত্রাণ সহায়তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া যাবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.