অস্তিত্বের দায়/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0

অস্তিত্বের দায়/
কাজী আতীক।

চোখই বিপত্তি, চোখের ইশারা কারো চোখে বিঁধেছিলো
হেলেনই কারণ, প্যারিস ও মেনেলাউস যুদ্ধে ট্রয়ের ধ্বংস।

চোখের ইশারা কারো ঠিকই চোখে বিঁধে যায়
সূর্যরশ্মি যেমন মেঘের ফাঁক ফোঁকর গলে
কিংবা ঈগলের চোখ যেমন জলে ও জঙ্গলে
অভীষ্ট লক্ষ তারা ঠিকই খুঁজে পায়,

অথচ মানুষের সীমাবদ্ধ দৃষ্টি তেমন প্রখর নয়।
তাই দেখেও না দেখার কপটতায় উপেক্ষা বিবৃত হয়।

তবে নিছক দেখতে না পাওয়া উপেক্ষা নয় কিছুতেই
তেমনি এক অদেখা ভুলে আমি দেখিনি হাতছানি তাঁর,
যেমন মেঘের আড়ালে যদি চাঁদ- দেখে না কেউ,
আমিও দেখিনি মেঘের ওপারে জ্যোৎস্নার কোলাহল।

দেখা না দেখায় বদলে যায় সব জাগতিক অনুভব,
হয়তো অস্তিত্বের দায় তাই এখনো আমার দৃশ্যমান অবয়ব।

(নিউ ইয়র্ক, ১২ অক্টোবর ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.