অধরা স্বপ্ন। আরিফ আহমেদ সিদ্দিকী

0

আইছে নির্বাচন, ব্যস্ত জনগন

প্রার্থীরা সব দূয়ারে, ভোট চাইছে কদরে
এটা হবে সেটা হবে, হবে অনেক কিছু
একবার ভোটটা পেলে, চলে যাবে পিছু!

চলছে মাইক, সারিসারি যাচ্ছে গাড়ী
রাতবিরাতে পাড়াগাঁয়ে চলছে আনজাম
ছোলা মুড়ির কদর বেড়েছে
শীত তাড়াতে চা ধরেছে, চুমুকে চুমুকে!

মেঠো পথে রাস্তা যে নেই, প্যান্ট তুলেছে কাঁধে
এবার আমায় ভোটটা দিলে রাস্তা হবে মিঠে
চারিদিকে পানি এসে রাস্তা গেছে ডুবে
ভোটটা আমায় দিলেই পানি নামবে নীচে!

কালকের ওই বিধবা নারী, বৃদ্ধ মানুষ বটে
সরকারের ওই দান আনতে গেল পরিষদে
টাকা নিয়ে কার্ড দিয়েছে চেয়ারম্যান-মেম্বারে
দেবার সময় কম দিয়েছে, নালিশ করবি নারে?

চালের সাথে গম চুরি, আটা কেন বাদ
সবই এখন সরকারের মাল, আপোদ বালাই বাদ
হজম করো পকেট ভরো, মারো শয়ে শয়ে
আবার আমায় ভোটটা দিলে, পাবে সেতায় ফিরে!

পরিষদে কাজে গেলে বাড়ে ঝালাপালা
টাকা টাকা করে মরে সকল পদের নেড়া
টাকা দিলে লাইন ছাড়া মেলে কত সাড়া
পেছন ফিরে তাকায় না আর পকেটটা ভরা !

বিচার শালিস সবই মানি টাকা যদি পাই
যে আমারে যত দেবে তারে আমি চাই
তালগাছটা আমার ছিল, আমারই থাক
বিচার শালিস সবই এখন লোক দেখানো কাজ!

অন্যের বউ ঘর ছেড়েছে, শালিস বিচার হবে
বউটা যেন আমারই থাক এটা যেন সবাই মানে
বিচার শেষে টাকা মেটে, যাবে কোন পকেটে
অবশেষে যার তার বউ, কোন ঘরেতে যাবে?

এখন চলছে ভোটাভুটি নাচছে জনগন
আগের কথা ভুলে গেছে রসালো হাসিতে
আবার ভোটে জয়ী হয়ে ফিরবে সে পথে
আবাল পাবলিক পড়ে রবে পূর্বের ঘোড়াশালে!
#
নিজ আশ্রয়স্থল
মনোহরপুর, টেবুনিয়া, পাবনা।
৩০ নভেম্বর ২০২১

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.