মৃন্ময়ী । আরিফ আহমেদ সিদ্দিকী

0

মৃন্ময়ী
আরিফ আহমেদ সিদ্দিকী

কেটে গেলো চব্বিশ ঘন্টা
কি অপরাধে সেজেছে আকাশ
পড়ছে ঝিরিঝিরি পানির ফোটা
হয়তো ওই আকাশের কারিশমা।

মৃন্ময়ী তুমি কি শুনতে পাও
নাকি দেখেও না দেখান ভান করছো
দুরেই দাঁড়িয়েছিলে ছাতার নীচে
তবে কেন এ হাল হ’ল?

হৈমন্তি হিমুও তোমার সঙ্গে ছিল
নীলাদ্রি বারবার তোমার কথাই বলছিল
পাশের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে
তোমায় দেখছিল অপলোক দৃষ্টিতে।

জানতে কি চেয়েছিলে কে ছিল ওটা!
শুভ্রা তোমায় নিবেদন করেছিল
শুধুই কি তোমাকে তুলে দেবার জন্য
ও তাকেই বেশি ভালোবাসতো?

দ্বীপান্বিতা এসেছিল, দেখেও গেলো
বলে গেলো না কিছুই
জেনে গেলো অনেক কিছু
যা তুমি করেছো গোপনে !
#
মানিকদি, ঢাকা
৬ ডিসেম্বর ২০২১

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.