কবি রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা

0

কবি রবি ডাকুয়ার বিজয় দিবসের কবিতা

বিজয়ের জন্যে

ম.ম.রবি ডাকুয়া

একটা বিজয়ের জন্যে

নয় মাসের কষ্ট গর্ভে ধারন করতে হয়,

তার পর বিজয় গর্বের হয়।

ত্রিশ লক্ষ শহীদ হতে হয়,

দুই লক্ষ ইজ্জত হারাতে হয়।

স্বামী, ভাই ,পিতৃ আর পুত্র হারাতে হয়,

এত সব কষ্ট ধারন করে বাংলা মা হয়েছে,

তখন সে পোয়াতি,

ভুমিষ্ট শিশুর স্বাধীনতার পাশে ছিলনা ধাত্রী।

বিজয় হলোই না হয় শোলই ডিসেম্বর,

দেশের ভেতর এখনো এ তোর অর্জিত পরাজিত বারবার।

জীবনের অনিবার্য সুখের অর্জন নিয়ে আজ অনেকে সুখি,

বাংলা মা কেন আজো চির দুঃখী।

আজো বুকের বসন ছিড়ে সম্ভ্রোম হানি হয়,

সবুজের লাল সূর্য্,

গোলযোগ ফের আগুন লাগা ভোর,

কাটেনা টকটকে অস্তের ঘোর।

শুধুই উল্লাস মানে বিজয় নয়,

যাদের সুখের বিনাসে তোমাদের অনন্দের বিন্যাস,

তোমাদের ভালোর লাগি যাদের সর্বনাশ,

তাদের জন্যে তোমাদের বুকে কি কোন গর্বের বাস?

অনেক হারাতে হয় একটি বিজয়ের জন্যে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.