কবি নুরুল কবির করিমীর কবিতা মন থেকে মুছে যাবেনা

0

কিছু কিছু মানুষের –
কিছু স্মৃতি ঘটনা ,

মন থেকে কখনো
মুছে যাবে না ।

কিছু আশা ভালোবাসা
কিছু দাবি বায়না-

এ জীবনে কোনো দিন
পূর্ণ হবে না ।

কিছু কিছু বিরহ অভিমান
নিরব চোখের কান্না ,

হৃদয় গহীনে রক্ত ক্ষরণ
চর্ম চোখে দেখেনা ।

মেঘ আর স্রোত কভূ
স্থির দেখা যায়না –

এ জীবন পৃথিবী নয় –
কিন্তু স্থায়ী ঠিকানা ।

কিছু কিছু পাওয়া আর
কিছু ধার দেনা –

এ জীবনে কখনো
শোধ হবে না ।

কিছু শোক দূঃখ বোধ
কিছু সুখ , কান্না –

নিমিষেই মাটি হবে,
হীরে , চুনী , পান্না।

কিছু দেখা পরিচয়
কিছু শোনা জানা –

বিস্মৃতির অতলে কভূ-
হারিয়ে যাবে না ।

পৃথিবীতে চীর দিন
কেউ বেঁচে রব না –

কিছু প্রেম ভালোবাসা
ম্লান হবে না ।

ভালো লাগা কাছে আসা ,
টুনকো সে আয়না ,

কতো ক্ষণ অভিসার
ভেঙে যাবে মিছে না ।

কিছু কিছু জীবনের
কিছু স্মৃতি বেদনা –

মন থেকে কখনো
মুছে যাবে না ।
মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার,

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.