চরম পত্র । কাজী আতীক। নিউ ইয়র্ক

0

‘চরম পত্র’
কাজী আতীক।

তোরা আমার আঁচল ধরে টানিস
বুঝতে কি পারিস?
তোরা তোদের জন্মকেই তখোন কলঙ্কিত করিস,

তোরা আমার উদোম বুকের লজ্জাকে করিস প্রদর্শনী,
ভুলে গেছিস মায়ের বুক, যেখানে শিশুর জীবন সঞ্জীবনী
সবার যেমন তোরও তেমন জন্ম উত্তর অমোঘ কাহিনী,

তোরা আমার উদোম শরীর লজ্জাস্থানকে হেনস্থা করিস
ভুলে গেছিস নারীর শরীর লজ্জাস্থানই তোর জন্মের হাদিস।

যারা আজ করছে মায়ের অপমান, ধ্বংস হোক তারা সমূলে-
পাথর নিক্ষেপে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হোক জনসম্মুখে।

নিউ ইয়র্ক, ৬ অক্টোবর ২০২০

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.