কুড়িগ্রামে লিটল ম্যাগাজিন ‘বাংলা আমার জন্মভূমি’র মোড়ক উন্মোচন
আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সাহিত্য পরিষদের উদ্যোগে ‘বাংলা আমার জন্মভূমি’ নামে একটি লিটল ম্যাগাজিন পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী আহসান হাবীব নীলু। এসময় কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি ফরিদা ইয়াসমিন বেবীর সভাপতিত্বে মোড়ক উন্মোচনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি, শিল্পী, গীতিকার ও সুরকার সালমান খান, কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আবু যোবায়ের আল মুকুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাংবাদিক ও লেখক আব্দুল খালেক ফারুক, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জ্যোতি আহমেদ প্রমুখ।