ভাত – সালেহ আহমদ
ভাত
সা লে হ আ হ ম দ
ভাতের সাথে আমার বসবাস
উঁচু গ্রীবার শুভ্র উড়াল হাঁস !
হাঁসের ডানায় আকাশ মেলে ডানা
দিন যাপনে চাই মোটে চার আনা।
ভাবনা তোমায় দিলাম ডানার ভার
জীবন যেনো, হাঁসের ডুব সাঁতার ।
লাল দুপাটি, লাল দুপাটি,লালে লালে লাল
রক্তে ঝরে নোনা ঘামে,কোথায় হাসপাতাল!
গুমরো মুখে দাঁড়িয়ে তোমার মাথায় কেন হাত?
হয়তো সুবোধ হারিয়ে গেছে ,সূর্য কুপোকাত।