আমি তোমাকে ভালোবাসি । সালেহ আহমদ

0

আমি তোমাকে ভালোবাসি

সা লে হ আ হ ম দ

এপাড় থেকে নদীকে মাঝখানে রেখে চিৎকার
করে ডাকি,

এই তুমি?

নদীর ওপাড়ে বারান্দার মতো একটু ফাঁকা সবুজ,
তারপর কারখানার টিলা,
ফিরে আসে আমারই আওয়াজ,

এই তুমি!

সামনের টিলায় কি আরাম কেদারায় বসে আছে
আমারই শব্দ?
আমি আরো জোরে ডাকি,

কে আছো?

আমারই কন্ঠস্বর ফিরে আসে,

কে আছো!!

আমার নিজের শব্দ শুনে অতিশয় আনন্দে
আবার বলি,

কে তুমি?

বেহায়ার মতো কারখানার টিলা বলে ওঠে,

কে তুমি!!

এবার আমি গম্ভীর ভাব নিয়ে উচ্চকিত দুই হাত তুলে বলি,

তুমি কোথায়?

উত্তর আসেনা কোন,শুধু বলে,

তুমি কোথায়!!

কসম আল্লার, নদীকে মাঝখানে রেখে যখন বললাম,

আমি তোমাকে ভালোবাসি!

কারখানার টিলাও প্রতিধ্বনিতে বলে উঠলো,

আমি তোমাকে ভালোবাসি!!

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.