ভাঙার খেলা । আতিয়ার রহমান

0
ভাঙার খেলা
আতিয়ার রহমান
স্বরবৃত্ত মাত্রাবৃত্ত হোক সে বৃত্ত অক্ষরে
বৃত্ত ভাঙার বিশ্বায়নে শিরকাঙালি দক্ষরে!
অস্থিমজ্জা চিত্ত ভেঙে দানব দৈত্য ভূত সবে
সব শেয়ালের এক রা যেমন হুক্কাহুয়া উৎসবে।
মুক্তছন্দে মন-আনন্দে নিত্য ভাঙার
খেলখেলে
শিরদাঁড়াহীন বিষাক্ত দাঁত শরীরটা বেশ
তেলতেলে।
আঁকাবাঁকা চলন গতি শ্রবণ শক্তি জিহ্বাতে
খোলশ পরে দিন করে পার শিকার ধরে শিবরাতে।
দাঁতাল ফণায় বিষের ছোবল কাঁপন তোলে ফোঁসফাঁসে
সর্বনাশা নিদ্রা সুখে ওম খুঁজে পায় পোষমাসে।
শিরকাঙালের বাড়বাড়ন্তে রক্ষাকারী ওঝা নাই
কাম ক্রোধে লোভ সংবরণে রাজনীতিতে খোজা চাই।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.