আমার সুন্দরে প্রবেশ। খাজা আব্দুর রহমান

0

আমার সুন্দরে প্রবেশ

– খাজা আব্দুর রহমান

যেদিন সাহিত্যের অঙ্গবাসে,
প্রবেশ করলাম সুন্দর কে ভালোবেসে।
শিক্ত আঁখিদ্বয় আমার সেই,
সুন্দরের তপস্যায় লিপ্ত সদাই।

জানিনা কোন জন অরণ্যে আর কে আছে,
কোন শব্দের অনুশীলন আছে কার কাছে?
গালি নয় অভিশাপ নয় শুধুই সুন্দর,
যদি হয় তপস্যায় লিপ্ত মানব মানবী অপার।

সুখ যদি থাকে তাতেই আছে অতি মহৎ,
মানব মানবী হোক আমার ছোঁয়ায় সৎ।
যাত্রা শুভ হোক,আনন্দের নাহি লেষ,
এসো গড়ি সুন্দর সাধনায় এ বিশ্ব বেশ।
হে পান্থ সারথী বাজাও শঙ্খ,
আনো শান্তি এ পৃথ্বি পর সাজাও,সুশোভিত কর অঙ্ক।

জাগুক নতুন আলো-নতুন পাখিরা করুক গান,
মানুষ মানুষের হানাহানি থাকবেনা,আনন্দে ভরুক প্রান।
হিণ্য ঘৃণ্যের পুচ্ছে লাগুক আগুন,
সারা পৃথিবীতে সারাক্ষণ হাসবে ফাগুন।
বিলক্ষণ -,যে প্রসূতি প্রসব করবে সন্তান,
আজকের ভবিষ্যৎ তারাই গড়বে “মুদহাম্মাতান”
ওদের বাগিচায় ফুটবে নতুন ফুলদল,
সুগন্ধে ভরবে জগৎ,দুর হবে মিথ্যার জগদ্বল।
যাহা সুন্দর তাহা হবে মহা সুখ,
দুর হবে হেথা মহা মানবের মহা দুঃখ।

মানুষ দাড়াবে এসে মানুষের পাশে,
গড়তে শান্তির নিকেতন অবশেষে।
এসো ভাই আমার বক্ষ পাশ,
সুন্দর হই সুন্দর ভাবে করি সুন্দরে প্রবেশ!!

[বি.দ্র. মুদহাম্মাতান একটি আরবি শব্দ, বাংলায় সবুজ বাগান]

26.01.2021
Rajshahi

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.