অমৃত চেতনার ডাক। স্বপন দত্ত
অমৃত চেতনার ডাক
স্বপন দত্ত
মানুষের জীবন থেকে তো গান কখনও হারিয়ে যায় না।
যেতে পারে না – মন ও মননের অলিন্দের গহন গহীনে দুঃখসুখের ক্ষুূদ্র ক্ষুদ্র নির্ঝরিণীর জলধারা প্রবাহিত হয় বলে।
প্রকাশ্যে রুদ্ধ হলেও, অন্তরে নিবিড় ক্ষরণের অনুরণন অ-প্রকাশ্যে অব্যাহত অনিরুদ্ধ থেকে যায়।
মানুষের মাঝে বিতরণের জন্যে, বহু প্রকারের ধন-ধান্য মানুষকে দিয়েছেন খেয়া পারাপারের ঈশ্বর।
জীবনের সংগ্রামে মানুষের প্রাপ্য সম্পদ থেকে মানুষদের বঞ্চিত করা কোনো ঋজু ব্যক্তিত্বকে মানায় না।
আপনি হয়তো কনফুসিয়াস নন, নন মৌন সভ্যতায় আঁধারবিনাশী মশালবাহী বন্দী প্রমিথিউসও।
জরথুস্ত্রের মতো অথবা বুদ্ধের মতো বলতে পারছেন না কিছুই,
ভালোবাসার ভাণ্ডটা কার্ল মার্ক্সের মতো উপুড় করে দিয়েও।
ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের মতোন একই সুরে গাইতেও পারছেন না বিনির্মাণের দৃশ্যময় সে-ই শুদ্ধি অভিযানের পরিচ্ছন্ন গীতি।
মাও জে দং আর ফিদেল ক্যাস্ট্রোর পষ্ট কণ্ঠের কঠোর আহ্বানের রক্তিম সূর্যোদয় ও উদয়াচল খুঁজে হতোদ্যম হবেন না,
আপনার চেতনার যাদুঘরে ঐ উত্তাল একাত্তুরের সাতই মার্চের যাদুকরী কণ্ঠের জোয়ার-জাগানো সুধা আছে।
বন্ধুগণ, আপনারাই ওই অমৃতচেতনা বণ্টনের সুযোগ্য উত্তরাধিকারী আজ।
উত্তম অধম নির্বিশেষে সব গোষ্ঠীকে সেই অমৃত আস্বাদ নিতে মিলনের মহোৎসবে ডাক দিন,
মাতৃভূমি ফিরে পাক, আবার সেই দিক-দিগন্ত উন্মোচক যাদুস্মৃতি।
★১১ই জানুয়ারি ২০২১ ★